আজকের এই দিনে ফুটেছিল যেই ফুল
তিনি মোর প্রাণ প্রিয় মুহাম্মদ রাসুল,
আঁধার ধরা যাঁর নূরে হলো আলোকিত
যাঁর আগমনে পাপীরাও হলো বিস্মিত!
মৌমাছি ফুলে ফুলে তোলে যাঁর গুঞ্জন
তাঁর নাম জপে তাজা হলো মরু মন।
দয়ার নবীর শানে প্রেমের টানে-
মন ছুটে যায় ওই মদিনার পানে,
সেথা আছে রওজা প্রাণ প্রিয় নবীজীর
সালাম জানাতে তাই মন এত অস্থির।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
হাজার দরুদ সালাম লও হযরত
তোমারে পাইতে মোর শত কশরত।