জোয়ার ভাটার এই নদীটি
দেখতে এখন মরা,
বছর কয়েক আগেও ছিলো
জল রাশিতে ভরা।
জাল ফেলে মাছ ধরতো মাঝি
পাল তোলা নাও বয়ে,
জোয়ার ভাটার খেলার ছলে
দু'কূল যেতো ক্ষয়ে।
কিন্তু দেখুন এই নদীটিই
জঞ্জালে আজ ভরা,
হাজার লোকের বসত-ভিটা
তার উপরে খরা।
এই নদী ভাই মরা এখন
এই নদীটিই মরা,
নদীর পাড়ে ঘুরতে গেলেই
দু'চোখ ছানাবড়া।