ধীরে ধীরে সবাই আমাদের ছেড়ে চলে যায়
ইচ্ছায় অনিচ্ছায় কারণে অকারণে,
আমাদের ছেড়ে চলে গেছে শৈশব কৈশোর
যৌবনও বলে যাই যাই-
এভাবে অনেক কিছুই আমাদের ছেড়ে গেছে
দাদা দাদী নানা নানীসহ বয়স্ক বহুলোক,
অনেকেই চলে গেছে মনে দিয়ে শোক!
যে যাবে, যাক- বাঁধা নাই।
প্রিয় প্রিয় বন্ধুরা হারিয়ে গেছে অগোচরে
মনের মানুষ চলে গেছে অপরের হাত ধরে
সমবয়সী দু'চার জন ছাড়া বাকি সব কই?
একে একে সব চলে গেলো!
কেউ রাগ করে, কেউ পরপারে, কেউ এমনিই
কে কখন কোথায় কেন চলে গেলো, কী জবাব দিই?
কারো যাওয়ার জন্য দায়ী আমরা তো একা নই!
হঠাৎ করেই সব হয় এলোমেলো।