সকল মেয়ে পরীর মতো
বাবার চোখের মণি,
সেই বাবা হোক মধ্যবিত্ত
কিংবা গরীব ধনী।
বাবার চোখে সকল মেয়ে
ফুলের মতো সুন্দর,
মেয়ের প্রতি বাবার মতো
হয় না কারো অন্তর।
সকল বাবা মেয়ের মুখে
মায়ের ছবি আঁকেন,
সকল বাবা নিজ মেয়েকে
আম্মা বলে ডাকেন।
মেয়ে মানেই মায়ের জাতি
আম্মা ডাকটাই তার,
সকল বাবার তরে মেয়ে
আল্লাহর উপহার।