তুমি প্রেম নিবেদন করেছিলে-
আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম তোমার প্রেমের প্রস্তাব,
তোমার প্রেম প্রত্যাখ্যানের পর-
প্রেমহীন কেটে গেলো আমার পঁচিশটি বসন্ত।

সেই যে প্রেম গেলো-
আর এলো না।
প্রেম প্রস্তাব নিয়েও কেউ এলো না,
এলো না তো এলোই না।

এখন পুরনো স্মৃতি মনে হলেই ভেসে ওঠে
তোমার মুখ,
প্রেম নিবেদনের স্মৃতি,
প্রত্যাখ্যানের স্মৃতি।

আজকাল তোমাকে খুব বেশি মনে পড়ে প্রিয়ন্তী;
তুমি ফিরে আসো লাল টকটকে গোলাপ হাতে,
আমাকে নিবেদন করো প্রেম।

জানি-
আমার প্রতি তোমার ঘৃণা জন্মেছে;
তুমি আর কোনোদিন ফিরবে না।

জানো প্রিয়ন্তী?
তোমার কথা মনে হলেই আমার শুধু মনে হয় -
প্রেম প্রত্যাখ্যানের মতো এতো অভিশপ্ত অপরাধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।