কল্পনা না নয় গল্প না
খুব বেশি নয় অল্প না
আজগুবি নয় কথা
বলছি খুলে শুনুন তবে
সমাজ ব্যধির প্রথা!
বিয়ের সময় বর পক্ষ
নিত অনেক পণ,
পণের জন্য সংসারেতে
থাকত লেগে রণ!
বরের আগে স্ত্রীর নয়
খাওয়া দানা পানি,
আমরা সবাই একথাটি
ষোল আনাই জানি।
ঘরে বাইরে নারীর মূল্য
ছিল নেহাৎ ছাই,
সম্পদের ভাগ আগাগোড়া
সবই নিত- ভাই!
লেখাপড়া দূরের কথা
থাকতে হতো চুপ,
প্রজার মেয়ে সুশ্রী মানেই
রাজার দৃষ্টি লোলুপ!
ক'দিন আগেও চালু ছিল
সতীদাহের হুকুম,
আগাম বার্তা দিত পাখি
ডেকে ইস্টিকুটুম।
আজগুবি এই প্রথার কথা
এখন সবাই জানে,
যুগ যুগ ধরে এসব প্রথা
মূর্খ মানুষ টানে।