শোনো ক্রাশ!
তোমারে পাইতে চাইছিলাম, পাই নাই
একবার খাইতে চাইছিলাম, দাও নাই।
আজ শুক্রবার তোমার বিয়া
মুখের কথাও কও নাই,
দাওয়াতটুকুও দাও নাই।
বধূর সাজে সাইজা আছো তুমি
আমার লাইগা সাজো নাই!
দুঃখ আমার এইটাই।
না পাওয়া হোক
না খাওয়া হোক
না যাওয়া হোক
মনে রাইখো দিলাম দোহাই -
বিয়ার পরে ভুল কইরাও
ডাইকো না- ভাই।