প্রভাত কালে গাছের ডালে
কিচিরমিচির ডাক,
দু'চোখ মেলে খুঁজছে খুকি
জানালা করে ফাঁক।
আবছা আলো আবছা কালো
যায় না দেখা কিছু,
দরজা খুলে ছুটছে খুকি
ডাকের পিছু পিছু।
জবা গাছের পাতার ফাঁকে
নাচছে ছোট্ট পাখি,
পাখির গান ও নাচন দেখে
শান্ত খুকির আঁখি।
বললো খুকি ও পাখি তুই
কোথায় পেলি সুর?
বললো পাখি সুর পেয়েছি
সে তো অচিনপুর।
অচিনপুরে চাই গো যেতে
বললো হেসে খুকি,
ঠিক তখনি সূর্য মামার
পুব আকাশে উঁকি।
বললো পাখি আজ হবে না
কালকে থেকো তৈরি,
পাখি উড়ে যেতেই খুকির
মনটা হলো বৈরী।
বিঃদ্রঃ [২৭ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত]