বলছে যুবক - শক্তিশালী
কাউকে সে না ডরাই,
আমার সাথে পারবে কে রে
করবে কে রে লড়াই?
অর্থ বিত্ত, অঢেল সম্পদ
টাকার কমতি নাই,
আমার সাধ্যে সবটা কুলায়
যখন যেটাই চাই।
গায়ের বল, রূপ সৌন্দর্যের
করছে যারা বড়াই,
অহংকারের আগুনে সেসব
পুড়ে হবে ভস্ম ছাই।