শৈশবে কৈশোরে যৌবনে তোমায় চিনিনি
নিজেকে নিয়ে রোজ খেলেছি ছিনিমিনি !
যত পেয়েছি- নেয়ামত, রহমত, বরকত
সকল তোমার কৃপা, তোমারই কুদরত।
শৈশব পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি
কৈশর পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি
যৌবন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি
এখন রয়েছে শুধু জীবন হারাতে বাকি!
তাই শয়নে স্বপনে মৃত্যুর নকশা আঁকি -
আর তোমায় ডাকি প্রভু তোমায় ডাকি।
নির্জনে বসে যত অতীতের কথা স্মরি
নিজের পাপের লাজে যাই যেন মরি!
নতজানু ভীত মনে জেগে ওঠে অনুতাপ
কেঁদে কেঁদে বলি প্রভু ক্ষমা করো পাপ,
ক্ষমা পেতে কুদরতি কদমে লুটিয়ে পড়ি
আর অসুস্থ রূহের সুস্থতা কামনা করি।