সূর্যি মামা গাল দিয়েছে, মেঘ করেছে আড়ি
আঁচল পেতে মা ডাকে তাও মেঘ ফিরে না বাড়ি,
আকাশ ভাইয়া মেঘ লুকিয়ে ধরে সাধুর বেশ
দাবদাহে যাচ্ছে পুড়ে বোনের সবুজ কেশ।
মান ভাঙাতে ডাকছে সবাই আয় রে মেঘ আয়
মেঘ আসে না, কে পরালো শিকল মেঘের পা'য়?
সকল তরু মাঠের গরু আকাশ পানে চেয়ে
'মেঘ আসো ভাই' বলে তারা উঠল কেঁদে গেয়ে।
বৈশাখ গেল, জৈষ্ঠ্য গেল, আষাঢ়ে মেঘ হুম
গুড়ুম গুড়ুম ছন্দ তালে নামল ঝুমুর ঝুম!
মেঘের দেখা পেয়ে তরু উঠল মাথা নেড়ে
মেঘ এসেছে বুকটা পেতে দে রে তোরা দে রে।