মাঝরাতে হঠাৎ ফোন এলো
ঘুম ঘুম চোখে ফোন উঠাতেই
অপরপ্রান্ত থেকে ভেসে এলো
চাপা কান্নার আওয়াজ!
হ্যালো! হ্যালো! কে বলছেন আপনি?
বলতেই লাইনটা কেটে গেলো।
ক্রিং ক্রিং ক্রিং
ফোন ব্যাক করলাম তাকে,
অথচ কেউ তুললো না ফোন!
কিছুক্ষণ পর আবার
বেজে উঠলো রিংটোন,
ফোন উঠাতেই চিরচেনা কন্ঠে জানালো
স্যরি! রং নাম্বার।
বিঃদ্রঃ [রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে আলোকিত প্রতিদিন পত্রিকায় প্রকাশিত]