ছোট ছোট বাড়ি, পাকা পাকা ঘর
এখানে ঠিকানা আমার স্থাবর,
আমার মতোই ভূমিহীন যারা
এখানে পেয়েছে ঠাঁই সকলে তারা।
ভিখারিকে রাজ্য দিলো কোন দরদী?
মুজিব কন্যা সে- জাতির পিতার ঝি।
মানবতার জননী শেখ হাসিনা
ভূমি ঘর দিলো সব পয়সা বিনা,
অনাথ গরিব দুঃখী সকলের তরে
যুগে যুগে জন্মাও বাঙলার ঘরে।
গুচ্ছ গ্রাম জুড়ে ঝলমলে আলো
এভাবেই দূর হোক হতাশার কালো।