চলার পথে দেখবে যখন তাদের
একটু থেমে দু'চার কথা বলবে
সালাম কুশল ভাব বিনিময় শেষে
লক্ষ্য রেখে আগের মতো চলবে
পায়ের নিচে পড়লে কোনো গাছ
সেবা দিয়ে আগের মতো ছুটবে।
আজকে তুমি যে পথেরই পথিক
সে পথে কেউ আগামীকাল চলবে
পথের ধারে গাছের ফোটা ফুল
সুবাস দিয়ে তোমার কথা বলবে
এমন পথিক হও তুমি ভাই পথের
সারবে তুমি পথ্য দিয়ে ক্ষতের।