উত্থিত মন্ডু নিস্তেজ হয়ে আছে
উইপোকা উড়ছে সূর্যের চারপাশ
নিজস্ব সৌন্দর্য হারিয়ে কাঁদছে
আমাদের ছোটবোন রজনীগন্ধা,
বন্দরে বণিক এসেছে, ভীনদেশী!
পালের গরু আজ পরিণত বলদে
বীরত্ব হারিয়ে কেউ কেউ গাঁড়ল
বাজারে নেমেছে রাক্ষুসে মন্দা
আর মগজে নাগরিক সন্ধ্যা।
বিঃদ্রঃ [প্রিয় বাংলা ম্যাগাজিন (মার্চ ২০২৫) ঈদ সংখ্যায় প্রকাশিত]