লঙ্কা ঝালের ডঙ্কা বাজায়
আছি রে খুব শঙ্কায়,
লঙ্কার দামের রেকর্ড শুনে
সবার পিলে চমকায়।
দশ টাকা টু হাজার টাকা
সিন্ডিকেটের চাপে!
বাজার এখন ভীষণ গরম
কাঁচা লঙ্কার তাপে।
মিষ্টি কুমড়ার চপ খেয়েছি
কাঁঠালেরও বার্গার!
লঙ্কার বদল কী রেসিপি?
থাকলে দিন- দরকার।
উপায় যদি না বলেন তো-
ঘটবে লঙ্কা কাণ্ড!
লঙ্কা কাণ্ডে পুড়িয়ে দিবো
সিন্ডিকেটের ভান্ড।