যেই শিশুদের কথা ছিলো
পাখির মতো উড়বে,
স্বাধীনভাবে ফুল বাগানে
আপন মনে ঘুরবে,
জানতো তারা? বুলেট এসে
তাদের বুক ফুঁড়বে।
যেই শিশুদের কথা ছিলো
সবার মতো খেলবে,
রোজ সকালে মায়ের ডাকে
চোখের পাতা মেলবে,
জানতো তারা? বোমা বারুদ
তাদের ঘরে ফেলবে।
যেই শিশুদের কথা ছিলো
ভোরে নামাজ পড়বে,
বাবার মতো মায়ের মতো
দ্বীন কায়েমে লড়বে,
জানতো তারা? বুকটা ভরা
স্বপ্ন নিয়েই মরবে।