রাত নাই দিন নাই
খেলা আর খেলা,
শিশুদের ঘর জুড়ে
পুতুলের মেলা।
খোকা খেলে ফুটবল
খুকি কিত্ কিত্
খেলা শেষে মেতে ওঠে
পেয়ে হার জিত।
মায়ে কয় বাড়ি আয়
কড়া রাগে ডেকে,
খোকা খুকি পিছু হটে
মা'র কাছ থেকে।
হাতে পায়ে ধুলা মাটি
সারা গায়ে ঘাম,
মা'র কাছে ধরা দিলে
দিবে ধাম ধাম।
বাবা ডাকে সোনামণি
গেলি তোরা কই?
আয় তোরা ঘরে আয়
খাবি চিড়া দই।
মা যদি মাইর দেয়
বাবা দেয় চুমি,
শৈশবের দিনগুলি
ভুলে গেছো তুমি?
ভাই যদি ঝাড়ি দেয়
বোন ডাকে কাছে,
শৈশবের দিনগুলি
সব মনে আছে।
দাদা দাদী নানা নানী
খালা ফুফু চাচী,
সকলের ভালোবাসা
পেয়ে বেঁচে আছি।
শৈশবের দিনগুলি
স্মৃতি হয়ে ডাকে,
ছোট নদী, বড়ো গাছ
ভুলে গেছি কাকে?
ভুলিনি তো! ভুলিনি তো!
মনে আছে ঢের
তাই আমি সেই দিন
পেতে চাই ফের।