সিলিং ফ্যানের দিকে তাকিয়ে মুমূর্ষু
কিশোর যুবকরা প্রকৃতির পানে
গাছের ডগায় তেজী সূর্য হানে -
খরতাপে পশুপাখি কেঁদে ওঠে হু-হু।
পাহাড় বেয়ে জল পাহাড়ে শুকায়
জলাশয় জলহীন হারায় কূল
নিষ্প্রাণ হয়ে ঝরে বুনোফুল
তৃষ্ণাকাতর পথিক পথে লুটায়।
মায়ের আঁচল তলে ঘুমায় শিশু
ছায়াদার বৃক্ষের মর মর পাতা
উত্তাপ ঠেকাতে হাতে হাতে ছাতা
বৃষ্টির ফোঁটা কই? ব্যাঙের হিসু।
সকলের মুখে মুখে আয় আয় বৃষ্টি
কাঠফাঁটা রৌদ্রুর, দরদর ঘাম
সকলেই জপে নিজ প্রভুর নাম
আকাশ পানে সদা চাতকের দৃষ্টি।