বাতাসের ভয়ে মেঘেরা পালাতে গিয়ে
পাহাড়ের ধাক্কায় আছড়ে পড়েছিল মাটিতে,
বাবুদের হাত থেকে ইজ্জত বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেওয়া অসহায় মেয়েটির
অবশেষে যৌন পল্লীতে হয়েছিল ঠাঁই,
ছোটখাটো অপরাধ করা মা মরা ছেলেটিও
খাটের নিচে লুকিয়ে পায়নি রেহাই!
মেঘের মতো, অসহায় মেয়ের মতো,
মা মরা ছেলের মতো -
আমরাও কারো না কারো ভয়ে পালিয়ে বেড়াই,
নিজেকে লুকাই মুখোশের আড়ালে,
নিজেকে বাঁচাতে শত কৌশল, শত প্রস্তুতি নিই -
অথচ কেউই পালাতে পারি না,
আমরা পালাতে পালাতে একদিন মৃত্যুর কাছে ধরা দিই।