একটি গোলাপ হাতে দিলাম
দুইটি জবা কানে,
হাজার ফুলের মালা দিলাম
গেঁথে তোমার প্রাণে।

লক্ষ ফুলের সুবাস দিলাম
তোমার গায়ে ঢেলে,
কোথায় কোথায় কোথায় খুঁজে
পাবে এমন ছেলে?

হাজার ফুলের লক্ষ বাগান
কোটি রঙের ফুল,
দিলাম দিলাম তোমায় এনে
পরিয়ে কানে দুল।

ফুলের বাহার বেঁধে দিলাম
চুলের খোঁপা এঁটে,
দিবো তোমায় পাপড়ি কলিও
সাধ যদি না মেটে।

সকল ফুলের সুবাস দিবো
চাইলে পাবে আরো,
ফুলগুলো সব ফুরিয়ে গেলে
আমায় নিতে পারো।