ঘৃণা আর প্রেম একই পাত্রে থাকে
যার প্রাপ্য যেটা সে পায় তাকে।

ধরনীতে এসেছিল যত আলোকিত প্রাণ
ভান্ডার থেকে তারা করে গেছে আলো দান।

দুখের সময় যে নাহি ছিল মোর দুখের ভাগীদার
সুখের সময় যেন নাহি হয় সে সুখের দাবিদার।

কতটুকু সৎ তুমি প্রশ্ন করো নিজেকেই
সৎ হওয়ার চেয়ে মহৎ কোনো কাজ নেই।

যারা স্বৈরাচার রাজার চাটুকার
শতভাগ সত্য তারাই রাজাকার।

পাখি হবে ভেবে যে পাখা চেয়েছিলো
উড়ার আনন্দে সে আগুনে ঝাঁপ দিলো।