আমার একটা হৃদয় লাগবে, ভাঙাচোরা হৃদয়!
যাতে আমি মেরামত শিল্পীর মতো পরম যত্নে
ভালোবেসে হৃদয় জোড়া লাগাতে পারি,
আমার নিপুণ প্রেমের আল্পনায়
রংচটা সেই হৃদয়টা রাঙাতে পারি।
আমার একটা হৃদয় লাগবে, ভাঙাচোরা হৃদয়!
যে হৃদয় কেউ দুমড়েমুচড়ে দিয়েছে,
অবহেলা অবজ্ঞা অবিশ্বাসে ক্ষত বিক্ষত করেছে,
আমার এমন একটা হৃদয় লাগবে,
যাতে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি!
তার কাছে সত্যিকার প্রেমিক হতে পারি।
আমি জানি এমন একটা হৃদয় তোমার আছে
তাই তোমাকেই হাতজোড় বিনীত অনুরোধ করি,
আমাকে অন্তত একটা সু্যোগ দাও,
একবার আমার ভালোবাসাকে পরীক্ষা করি।
বিঃদ্রঃ [২০ এপ্রিল "দৈনিক ভোরের দর্পণ" এবং ২১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত]