গাধা মশাই' বিদ্যা বোঝাই টানে বইয়ের বোঝা
বিদ্যা টানা কঠিন ব্যাপার, বই টানা তো সোজা,
বইয়ের বোঝা টেনে গাধার হয় কী কাজের কাজ?
বিদ্যা ছাড়া গাধা তবুও সাজে জ্ঞানীর সাজ!
বইয়ের বোঝা টানে আরও গলায় ঝোলায় পদক
জমা করে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট শতক,
টাকা দিয়ে টিকিট কিনে, গলায় ঝোলায় উত্তরীয়
এমন গাধা সবার নয়, কারো কাছে ভীষণ প্রিয়।
আসল গাধা বিলীন পথে- নতুন গাধার আমদানি
এসব গাধা চেনা কঠিন বেশভূষাতে খানদানি!
মিটিং করে ফিটিং করে আসর জমায় সাহিত্যের
যা লিখে তা নিজেই পড়ে লাইভ করে ফেসবুকের।
বছর বছর প্রকাশ করে মূল্যহীন আর অখাদ্য বই
বইমেলাতে ঘুরে বলে- 'হায় হায় হায় পাঠক কই?'
এসব গাধার গলা কেটেই প্রকাশক আজ কসাই
উপায় তো নেই, তাদের কাছে বাঘও হচ্ছে জবাই।