মনের সাথে মন না মিললে
ভালোবাসবো কারে আমি, বাসবো ভালো কারে?
ভালোবাসার লাইগা পরান কান্দে বারে বারে ভালোবাসবো কারে আমি, বাসবো ভালো কারে?
মনের সাথে মনের মিলন, আঁখির সাথে আঁখি
না হয় যদি কেমন করি দেহ মাখামাখি?
একলা উইড়া কাইন্দা মরে ভালোবাসার পাখি
মন মিলনের সাধে মনের দুয়ার খুলে রাখি।