ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, খাচ্ছি সবজি জল
খাচ্ছি আরও কাঁচা পাকা নানা রকম ফল,
গাছ খাচ্ছি, পাতা খাচ্ছি, খাচ্ছি শেকড় মূল
লাজ লজ্জা খাচ্ছি ধুয়ে আমরা খাদককূল।
ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, খাচ্ছি টাকার নোট
খাচ্ছি আরও নির্বাচনে জণগণের ভোট!
রোড খাচ্ছি, ব্রিজ খাচ্ছি, খাচ্ছি নদীর বালু
খাচ্ছি কারো গলা কেটে, চেটে পায়ের তালু।
আদা খাচ্ছি, চাঁদা খাচ্ছি, খাচ্ছি সবুজ মাঠ
খাচ্ছি আরও বন অরণ্য পশুপাখির হাট,
উন্নয়নের তকমা বেঁচে খাওয়ার তালে আছি
দেশটা শুধু খাওয়া বাকি, আছি কাছাকাছি।
গনতন্ত্র ও স্বাধীনতা খাচ্ছি রোজই কেড়ে
ভোজন রসিক খাদ্য পেলে না খেয়ে কী ফেরে?
হোক না সেটা রান্না করা কিংবা পুরো কাঁচা
খাচ্ছি আরও খেতে হবে, এই কথাটি হাচা!
খাচ্ছি ফাইল জমির আইল আপন বাহুবলে
বাঁচতে হলে খেতে হবে, না খেলে কী চলে?
তাইতো রোজই খাচ্ছি লুটে, যখন মেলে যেটা
এখন শুধু খাওয়া বাকি লোকের জুতাপেটা।