সাবধান, হুঁশিয়ার!
রুখতে হবে যত শোষণ পীড়ন
লও তুলে, লও হাতে- লও তলোয়ার
সাবধান, হুঁশিয়ার!
বুলেট বোমার ভয়!
আর নয়, আর নয়
যুদ্ধের প্রস্তুতি নিতেই হবে
ছিনিয়ে আনতে বিজয়।
অনেক হয়েছে দেরি -
আর নয় আর,
সাবধান, হুঁশিয়ার।
ধরো হাল, তোলো পাল
ভিড়াও তরী -
আর কত ক্ষয়ে সয়ে
এভাবে যাবে মরি?
রাজপথে স্লোগান!
হবে নাকো সমাধান,
ওঠাও ওঠাও হাতে লও তরবারি।
রক্তে আগুন জ্বেলে হও দূর্বার
শোষকের গদি কেড়ে করো ছারখার
সাবধান, হুঁশিয়ার!
সাবধান, হুঁশিয়ার!
সাবধান, হুঁশিয়ার!