বাংলা আমার মুখের ভাষা, বাংলা প্রিয় পড়া
বাংলা ভাষায় কথা বলি, বাংলায় লিখি ছড়া,
বাংলা আমার প্রথম শোনা মায়ের মুখের বুলি
বাংলা ভাষার বর্ণমালায় মনের দরজা খুলি।
বাংলা ভাষায় গান গাই আর বাংলা বর্ণ লিখি
বাংলা ভাষায় নানান কথা নিত্য নতুন শিখি,
বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা বাবার বাণী
বাংলাতে রোজ হাসি কাঁদি, বাংলাতে সুর টানি।
বাংলা ভাষায় জন্য শহীদ ভাই হয়েছেন ভাই
এই বাংলা ভাষা কন্ঠে ধরেই মধুর সুধা পাই,
বাংলা ভাষায় প্রাণ ভরে রোজ মনের কথা বলি
বাংলা ভাষী মানুষ পেলে আপন ভেবে চলি।