বাংলা আমার মায়ের ভাষা
বাংলা প্রাণের সুর,
বাংলা ভাষার বর্ণমালায়
গাঁথা হৃদয়পুর।
বাংলা ভাষায় গান কবিতা
লিখতে পারি নিত্য,
বাংলা ভাষার মধুর বাণী
জাগিয়ে দেয় চিত্ত।
বাংলা ভাষার সকল বর্ণ
শহীদ রক্তে কেনা,
বাংলা ভাষার ইতিহাসও
বিশ্ববাসীর চেনা।
বাংলা ভাষার ছয়টি ঋতু
এবং বারো মাস,
খুব যতনে মনের ভেতর
বাংলা করি চাষ।
[১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দে দৈনিক যায়যায়দিন পত্রিকায় ''বাংলা ভাষা" শিরোনামে প্রকাশিত]