দুনিয়ার বুকে দম্ভ করে ফাসিক যত কাফের
লোভ লালসা পূর্ণ করে মিটিয়ে নেয় জের,
অপরদিকে রবের প্রেমে নতজানু হয় মুমিন
রাসুলের পথ বেছে নেয় আর কায়েম করে দ্বীন।
যৌবনকালে ফাসিক কাফের ব্যভিচারে হয় লিপ্ত
পাপের পথ বেছে নেয় আর তাতেই হয় তৃপ্ত,
অপরদিকে মুমিনেরা সব ইবাদতে রয় মশগুল
সিজদায় পড়ে ক্ষমা চেয়ে নেয় অতীতের যা ভুল।
পরের হক নষ্ট করা কাফেরের কারসাজি
সুদ ঘুষ দুর্নীতি আর পাপাচারে থাকে রাজি,
অপরদিকে মুমিনেরা বিরূপ, থাকেই তৎপর
রবের কাছে পানাহ চায় আর করে তাঁর নির্ভর।
বৃদ্ধকালে দুনিয়ার প্রতি মায়া বাড়ে কাফেরের
মনের বাসনা থাকে সদা মনে হায়াত পেতে ফের,
অপরদিকে মুমিনের কমে দুনিয়ার প্রতি রুচি
রবের কাছে মোনাজাতে চায় মরণকালে শুচি।