শব্দরা তৈরি থেকো -
তোমাদের নিয়ে ভাষা আন্দোলনে যাব
গণ আন্দোলনে যাব
মুক্তিযুদ্ধে যাব,
যাব কারবালার রক্তাক্ত প্রান্তর!
শব্দরা তৈরি থেকো -
যেভাবে তৈরি থাকে প্রেমিকা
ঘরহীন পাখি যাযাবর!
শব্দরা তৈরি থেকো -
লোড করা রাইফেলের বুলেটের মত
যেভাবে তৈরি থাকে টাইম বোমা
হুকুমের অপেক্ষায় মৃত্যুর দূত!
পৃথিবীর সমস্ত শব্দরা তোমাদের বলছি -
কলমের মুখ ফুটে বেরুতে হবে,
সুতরাং তৈরি থেকো -
খুব দেরি নেই খাতা হতে প্রস্তুত।