কড়া রোদে মাটি পোড়া ঘ্রাণ
বাতাসে মেঘের আহ্ববান,
দোল খেয়ে হেসে ওঠে পাতা
খুলে যায় কবিতার খাতা,
পথের দু'পাশে বুনোফল
সুবাস বিলাতে মশগুল।
যার যার মতো সে থাকছে
রংতুলিতে খুকি আঁকছে,
এই মেঘ এই রোদ মাটি
সবুজ শ্যামল সারা গাঁটি,
কোনোখানে কাঁদা মাটি জল
ডানা মেলা পাখিদের দল,
এই দেশ সকলের চেনা
রক্তের বিনিময়ে কেনা।