মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
আকাশ মেঘে ঢাকা
রংধনু আর সাদা কালো মেঘে
পুরো আকাশ আঁকা
কোথাও নাই ফাঁকা।

ব্যাঙাচিরা ব্যাঙের ছাতার নিচে
ভাবছে বসে কী যে!
মায়ের বারণ মানবে না কেউ
ডিগবাজিতে ভিজে
ভিজবে মাও নিজে।