মেঘ ডেকেছে গুড়ুম গুড়ুম
আয় রে চোখে ঘুম,
খোকন সোনার চাঁদ কপালে
দিলাম এঁকে চুম।

চাঁদ মামা আজ নেই আকাশে
লুকিয়ে আছে বুঝি?
মেঘ সরিয়ে উলট পালট
চাঁদ মামাকে খুঁজি।

কোথায় গেল চাঁদ মামা আজ
খোকনকে না বলে?
শাড়ির আঁচল সরিয়ে দেখি
চাঁদ ঘুমিয়ে কোলে।

মায়ের কোলে ঘুমায় খোকন
যেন চাঁদের আলো,
খোকন সোনা চাঁদের মতন
লক্ষী এবং ভালো।

বিঃদ্রঃ [সূর্যাক্ষর ম্যাগাজিনে (মে ২০২৪) সংখ্যায় প্রকাশিত]