এই যে নদী, নদীর ধারে
কাশফুলেরা হাসে,
নদীর জলে মাছের ঝাঁক
ঝিলিক মেরে ভাসে।
হাঁসের ছানা ডাহুক পাখি
ডুব সাঁতারু খেলে,
মাছের খোঁজে সকল জেলে
নদীতে জাল ফেলে।
কলমি ফুলে ফড়িং বসে
পাতার ফাঁকে বক,
শরৎ কালের শুভ্র নীলে
আকাশ ঝকঝক।
আকাশ জুড়ে মেঘের ভেলা
সাজে আপন সাজে,
শরৎ রাণীর রূপ দেখে তো
মন বসে না কাজে।
মন ছুটে যায় কাশের বনে
আকাশ ভরা নীলে,
শরৎ রাণী এতটা দিন
কোথায় তুমি ছিলে?
বিঃদ্রঃ [সোমবার, ০২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে দৈনিক দেশতথ্য বাংলা পত্রিকার প্রকাশিত]