তোমার সিভিটা বসের হাতে দিয়েছি
ধরে নাও চাকরিটা হবেই হবে।
মাসে ত্রিশ হাজার টাকা মাইনে পাবে,
কম্পানির গাড়িতে যাতায়াত করবে,
বাসা ভাড়া নিয়ে একদম চিন্তা করবে না!
কম্পানির কোয়ার্টারে থাকবে।
আচ্ছা তোমাকে তো চাকরিটা নিয়েই দিচ্ছি,
আমাকে কিছু ট্রিট দেবে না?
আমি তোমার কাছে বেশি কিছু চাইবো না ভাই,
শুধু একটু মিষ্টি মুখ করালেই চলবে।
অতঃপর কেটে গেলো-
এক মাস! দুই মাস!
ছয় মাস! বছর,
চাকরিটা হলো না!
এত বড় বড় চাপা না পেটালেও পারতেন জনাব,
আমার চাকরির দরকার নেই,
ফিরিয়ে দিন বিশ্বাস।
এই কথাটা বলবো কাকে?
ভদ্রলোকের দেখা পাওয়া তো দূরের কথা-
ফোনটাও রিসিভ করে না।