পরিযায়ী উড়ন্ত পাখির অবহেলায়
আমার ঠাঁই হয় চৈত্রের রোদে পোড়া সাদা মাটিতে,
একটুকরো শুকনো গোবরের নিচে -
চাপা পড়েছিলাম কয়েক লক্ষ ন্যানো সেকেন্ড,
বহু কষ্টে গোবরে পোকার সাথে যুদ্ধ শেষে
খুলেছিলাম গুমোট মুখ,
অতঃপর মাটির খোলস ভেঙে -
পৃথিবীতে ছেড়েছিলাম সতেজ নিঃশ্বাস।
আমি জন্মেছিলাম পথের ধারে -
অযত্নে বহু পথিকের পায়ের নিচে পিষ্ট হয়েছি
দুমড়েমুচড়ে নেতিয়ে পড়েছি,
তৃণভোজী প্রাণী আর দুষ্টু বালকের নির্যাতনের শিকার হয়ে -
রক্তাক্ত শরীরে কঁকিয়ে উঠেছি শত,
তবুও মানুষের কল্যাণেই আছি ব্রত।
ছায়া হয়ে পথিককে দিয়েছি শান্তি ,
তৃণভোজীকে দিয়েছি আহার,
পাখিকে দিয়েছি নীড়,
মৃত পত্র ঝরিয়ে গৃহিণীকে দিয়েছি জ্বালানি,
কৃষককে দিয়েছি সার,
আর রোগীকে দিয়েছি ঔষধ,
অবশেষে আমার জাগ্রত হলো এতটুকু বোধ-
"লোকে উপকারী গাছের তুলে নেয় ছাল"
হয়তো উপকারী মানুষেরও হয় এমন হাল।