গত সারারাত চ্যাটিং করা আমার গার্লফ্রেন্ড
আজ সন্ধ্যায় বললো-
শোনো- হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে,
কালকে আমার বিয়ে!
অতঃপর তাঁর ব্লাক লিষ্ট হলো আমার ঠিকানা
আমাদের আর দেখা হলো না।
হঠাৎ অচেনা ফোন নম্বর থেকে কল আসবে
এবং সে ডুকরে ডুকরে কাঁদবে,
অপর পাশে নামবে তার চোখে মেঘের ঢল
হঠাৎ আমার নাম ধরে ডাকবে,
আর চিৎকার করে বলবে ভালোবাসি?
নাহ! এমনটি হবার নয়, কোনদিন নয়।
প্রেমিকারা ভালো থাকে স্বামীর সুখ সঙ্গমে
আর প্রেমিকের রাত কাটে নির্ঘুমে।