ফুল হয়ে ফোটার আগে ঝরে পড়েছে যে কলি
তাকে জিজ্ঞেস করো তার অপরাধ কী
কোন অপরাধে তাকে ছেঁড়া হয়েছে
কেন মানুষের পদতলে হয়েছে সে বলি!
মাতৃগর্ভে যে ভ্রূণ হয়েছে খুন
তাকে জিজ্ঞেস করো তার অপরাধ কী
কেন তার পরিণতি এমন করুণ!
যে শিশু নারী হয়ে ওঠার আগে হয়েছে ধর্ষিত
তাকে জিজ্ঞেস করো তার অপরাধ কী
কোন অপরাধে হরণ হয়েছে তার সতীত্ব।
যে শিশু যে বালক নির্জনে হয়েছে বলাৎকার
তাকে জিজ্ঞেস করো তার অপরাধ কী
মুখ চেপে কতদিন আটকে রেখেছে চিৎকার
তাকে জিজ্ঞেস করো, অন্তত একবার।