মা, কাঁদছো কেন মা?
কাঁদছো বুঝি দেখে ছেলের গুলি বিদ্ধ গা?
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যা পেয়েছি যা,
সবই তোমার মা।

সইতে না মা পারি,
যখন দেখি তোমার বুকের আঁচল নিচ্ছে কাড়ি
বাবার মাথায় বন্দুক তুলে দিচ্ছে জোরে বাড়ি,
কেমনে দেই মা ছাড়ি?

বোনের দিকে চেয়ে -
যাচ্ছিলাম মা বন্দুক হাতে তাদের দিয়ে ধেয়ে
জানি না মা সাহস পেলাম কার আস্কারা পেয়ে,
বলছি কসম খেয়ে।

ভয় ছিলো না ভয়!
আমার মনে সাহস ছিলো লড়তে বীরের বেশে
তাই তো গো মা শুয়ে আছি স্বাধীন বাংলাদেশে,
আনতে পেরে বিজয়।

বিঃদ্রঃ ['মাসিক কুঁড়ি' পত্রিকার 'ডিসেম্বর ২০২৪' প্রকাশিত]