ও অভিমানী মেঘ
আয়, ফিরে আয় পাখির নীড়ে
তোর অভিমানে হৃদয় খা খা করে
সবুজ মায়ের শ্যামল আঁচল পোড়ে
দুধের শিশুর মতো ছোট ছোট জলাশয়
দেখ দেখ দেখ কেমন তৃষ্ণায় মরে।
ও অভিমানী মেঘ
কেন পালিয়ে বেড়াও দূরে?
কোন অভিমানে নিশ্চুপ অচিনপুরে?
কেন ডেকে ওঠো না গর্জন করে?
ডোবায় ডেকে ওঠা ব্যাঙদের কথা
তোমার কি মনে পড়ে না?
ও অভিমানী মেঘ
বৈশাখ চলে গেল তবুও এলে না!
কৃষকেরা চেয়ে আছে
পথিকেরা চেয়ে আছে
কারো কথা তোমার কি মনে পড়ে না?