অভিমান করে নিজেকে পোড়াও বিরহ অনলে
কখনো ভাসো চোখের জলে,
অভিমান করে ভুলে থাকার ছলে কড়া নজর রাখো
প্রতিটি মূহুর্ত ফেলো দীর্ঘশ্বাস।
কি আশ্চর্য বিমুখতা!
এতটা ভালোবেসেও অভিমান করে
কীভাবে দিনের পর দিন থাকতে পারো?
ভাবতেই অবাক লাগে!
তুমি আড়ালে লুকিয়ে মাঝে মাঝেই খবর নাও
কোথায় আছি? কেমন আছি?
অথচ একটিবার ভাবোনি -
তুমি ছাড়া আমি কতটা নিঃসঙ্গ, কতটা একাকী।
তোমার এই অবুঝ পাগলামি বড় নিষ্ঠুর!
মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে -
বুকে পাথর বেঁধেছো?
নাকি তোমার ভালোবাসায় ফাটল ধরেছে?
মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়
মনে হয় নিজেই নিজেকে খুন করি,
স্বজোরে নিজেকে নিক্ষেপ করি
বাস কিংবা ট্রেনের নিচে!
খবরের পাতা জুড়ে -
আমার ছিন্নভিন্ন দেহ দেখে, চূর্ণ বিচূর্ণ মস্তক দেখে
যদি তুমি চমকে যাও,
যদি গভীর কান্নায় ভেঙে পড়ো,
যদি তোমার হৃদয় রক্তাক্ত হয়,
যদি সব অভিমান ভুলে চিৎকার দিয়ে বলো
ভালোবাসি- ভালোবাসি- ভালোবাসি............
তবে তাই হবে, তাই হবে বেশ!
আমি মরতে রাজি।
হে অভিমানী,
খবরের পাতা দিয়ে মুছে নিও তুমি
চোখের পানি।