মেলায় যেও না অর্পিতা
প্লিজ যেও না,
যেও না ওসব সার্কাস দেখতে।
শুনেছি -
আজ ওখানে খুন হয়েছে,
চারিদিকে ঘিরে আছে পুলিশ প্রশাসন!
যাকে তাকে বেদম পেটাচ্ছে।
মেলায় যেও না অর্পিতা,
তুমি ওখানে গেলে পুলিশ তোমাকেও পেটাবে।
আজ যেও না অর্পিতা,
প্লিজ যেও না।
পুলিশের ডান্ডায় পেটানো কালো দাগ
তোমার পাছায় বিশ্রী দেখাবে!
আজ মেলায় যেও না অর্পিতা,
প্লিজ যেও না।