ছয় পায়ে পিল পিল
দল বেঁধে হাঁটে,
রাতদিন তারা শুধু
খাটে আর খাটে।
বাসা বাঁধে একজোটে
একসাথে থাকে,
খাবারের খোঁজ পেলে
সাথীদের ডাকে।
বিপদে আপদে তারা
হয় আগুয়ান,
কোনো কাজে তাদের যে
নেই পিছুটান।
ছোট তারা খুব ছোট
বড় মনোবল,
কারণটা তারা চলে
দল বেঁধে দল।
পিল পিল পিল পিল
হাঁটে পিপীলিকা,
কাজ করে রাতদিন
নেই অহমিকা।
বিঃদ্রঃ [মাসিক 'কিশোরকণ্ঠ' পত্রিকায় সেপ্টেম্বর ২০২৪ সংখ্যায় প্রকাশিত]