মেঘলা আকাশ একলা আমি উদাস দুপুর বেলা
নাটাই হাতে ঘুড়ির সাথে খেলছি মজার খেলা
ঘুড়ি যেই সুতা টানে আমি দেই ছেড়ে
বাতাসের পিছু নিয়ে ঘুড়ি যায় তেড়ে
যত বেশি ঢিলা পায় ততো জোরে দেয় দৌড়
সব সুতা শেষ তবু কমে না তার তোরজোর!
বুক টান্ টান্ করে ওঠে ঘুড়ি উপরে
কালো মেঘ আরো বেশি ঘন হয় দুপুরে।
ভয় নেই ভিজবার তাড়া নেই নামবার
শুধু তার ছোটাছুটি কথা নেই থামবার
শন শন বাতাসের প্রলয়ের ধমকে
ঘুড়িখানা প্রাণ ভয়ে উঠল রে চমকে!
একবার বাঁয়ে যায় একবার ডানে
বাতাস কি বলে গেল তার কানে কানে?
কাঁপাকাঁপি শুরু হলো ঝড়ো মেঘ সিঁদুরে
টুপ করে ঘুড়িখানা পড়ে গেল অদূরে।