একা এক বিষন্ন বিকেল
পাখির পালকে লটকে আছি সমুদ্র বীচে
তীর ছুঁয়ে তুমুল জোয়ার ভাটার গান,
লজ্জায় লাল টকটকে ঘরে ফেরা সূর্য
সমুদ্র স্নানে নেমে পড়ে জলদি,
বেহায়া যুবকের মতো তীক্ষ্ণ চোখে
খোলার অপেক্ষায় তেজি সূর্যের শাড়ি!
ধর্ষিতা অভিমানী কিশোরীর মতো
ঝাঁপ দেয় মুছতে কলঙ্কের কালি,
ডুবে যাওয়া সূর্যের ধোয়া পোষাকে
ফিরে আসে মায়াবী শুভ্র নারী।
মায়ার মোহে পড়ে অগণন তারা
সারা রাত জেগে দেয় চাঁদ পাহারা!
প্রেমিকের সাজে বাজে বখাটের শিষ
মায়াবী চাঁদে লাগে কলঙ্কের বিষ!
ছেড়ে যাওয়ার স্বভাবে হয়নি ফেরা
ভালো থাকুক চিরচেনা নিন্দুকেরা,
বিষন্ন বিকেল তুমি নিন্দিত নারী
ডুবে যাওয়া সূর্যের ভেসে ওঠা শাড়ি।
বিঃদ্রঃ [১৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে "দৈনিক যুগের আলো" পত্রিকায় প্রকাশিত]