যখন যে নামে ডেকেছি তোমায়
তখন সে নামেই দিয়েছ সাড়া
কখনো করনি নিরাশ আমায়
কিংবা করনি হতাশ পথহারা।
পাপী বলে যাওনি আমায় ভুলে
বঞ্চিত করনি নেয়ামত থেকে
সে প্রমাণ পেয়েছি দু'হাত তুলে
তুমি ছাড়া কাউকে পাইনি ডেকে।
সর্বস্রোতা তুমি অতি সুমহান
বলা না বলা কথা জানো ও শোনো
পেতে আছ সকলের হৃদয়ে কান
তুমি ছাড়া নেই আর স্রষ্টা কোনো।