বাপ মরেছেন দাবীর পথে
মা মরেছেন শোকে,
দাদা দাদী তারা গেছেন
আগেই পরলোকে।
বোনটিও তার খুন হয়েছে
সাথে গণধর্ষণ!
ঘটনাটি এই সময়ের -
বুকে গুলি বর্ষণ।
নির্মমতার হলফনামা
পড়লে কাঁদে প্রাণ,
সবাই আবার গেয়ে ওঠো
স্বাধীনতার গান?
বাপের রক্ত, মায়ের শোক
বোনের চিৎকার!
ফিসফিসিয়ে বলে আজও
স্বাধীনতা দরকার।