পাক হানাদের দখলে ছিলো দেশের মাটি
পোক্তভাবে পোতা ছিলো তাদের ঘাঁটি,
শোষণ পীড়ন করতো তারা প্রতিদিন
তাদের হাজার কর্ম ছিলো বিবেকহীন।
খুন ধর্ষণ লুটপাটে থাকতো তারা মেতে
চাইতো তারা দেশটাকে পুরো দখল পেতে,
দেশটা জুড়ে শুরু হলো তুমুল প্রতিবাদ
তখন তাদের নীল নকশাও হলো বরবাদ।
৭ই মার্চ রেসকোর্সের ঐতিহাসিক ভাষণে
স্বাধীনতার বীজ সবাই বুঁনেছিলো মনে,
প্রতিবাদের রূপটা যখন হলো রক্ত লাল
সময় তখন ছাব্বিশে মার্চ একাত্তর সাল।
যে যার মতো নেমে গেলো যুদ্ধের ময়দানে
গোলা বারুদ পড়লো ঝরে দেশের সবখানে,
এমন করে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ শেষে
লাল সবুজের পতাকা উড়লো বাংলাদেশে।