জীবন নদীর মতো বহমান
ঘড়ির মতো চঞ্চল,
সুতরাং চলতে থাকো, ছুটতে থাকো অবিরাম।
ঘড়ির মতো বদলাও কাটা,
নদীর মতো বদলাও গতিবেগ,
গতিবেগের সাথে বদলাও স্রোত, ঢেউ এবং জল,
মনে রেখো, জীবন ঘড়ি ও নদীর মতোই অবিকল।
হে মানব জীবন,
নদীর মতো ছুটে চলো সাগরের পানে
মিশে যাও সীমাহীন জলের সাথে,
সাহস করে সামনে আগাও
হাত রাখো গতিময় জীবনের হাতে।
যাহা বহমান তাহা অম্লান,
হোক সে নদী, হোক সে সময়, হোক সে জীবন।
গতিহীন নদীর মতো মরে যেও না,
নষ্ট ঘড়ির মতো থেমে যেও না।
মনে রেখো -
গতিহীন নদীর মতো,
থেমে যাওয়া ঘড়ির মতো,
জীবনের গতিবেগ থেমে গেলেই জীবন শেষ!
সুতরাং দূরন্ত গতিতে ছুটতে থাকো,
জীবনের গতিবেগই বলে দিবে
কার জীবন কত উন্নত।